করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৫:১৪ পিএম

করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। তবে বেড়ে গেছে করোনায় আক্রান্তের সংখ্যা। রবিবার (২৬ সেপ্টেম্বর) গত ২৪ ঘন্টায় দেশে ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে রবিবার (২৫ সেপ্টেম্বর) গত ২৪ ঘন্টায় মারা যায় ২৫ জন।

রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রবিবার(২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে দেশে করোনায় মোট ২৭ হাজার ৪৪১ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিবার (২৬ সেপ্টেম্বর) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৮০ জন। রবিবার গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষায় তারা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। নমুনা পরীক্ষায় শনাক্তের শতকরা হার ৪ দশমিক ৪১ ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায় রবিবার (২৬ সেপ্টেম্বর)গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন। এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। গত ৩১ মে করোনাভাইরোসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৮ লাখ পেরিয়ে যায়। গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১১ মে মৃত্যুর সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে যায়।

 

Link copied!