দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩২৬ জন। আগের দিনের (১৫ জন মৃত্যু) চেয়ে করোনায় মৃতের সংখ্যা ৫ জন কমলেও একই দিনের তুলনায় ৩৫ জন বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে ৮৮ জন বেশি রোগীও সুস্থ হয়ে উঠেছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে দেশের করোনা পরিস্থিতি সবশেষ এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্ত ৩২৬ জনকে নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪০ হাজার ৫৯২ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ২৭৪ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৬২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৭ হাজার ২২৯ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৫৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪৬২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ১৩ শতাংশ।