করোনায় মৃত্যু বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩, ২০২১, ১০:৫০ পিএম

করোনায় মৃত্যু বেড়েই চলেছে

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৬৮৩ জন। আগের দিনের চেয়ে মৃতের সংখ্যা ৮ জন বাড়লেও একই দিনের তুলনায় ১ হাজার ১৪৭ জন কম নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া আগের দিনের চেয়ে ১০৯ জন কম রোগী সুস্থ হয়ে উঠেছেন।

আগের দিন (শুক্রবার) সারাদেশে করোনায় ৫০ জনের মৃত্যু এবং ৬ হাজার ৮৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিলো। এদিন হাসপাতাল ও বাসায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা ছিলো ২ হাজার ৪৭৩ জন।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতির সবশেষ এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৫ হাজার ৬৮৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৫০ জনকে নিয়ে মোট মৃত্যু ৯ হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ১৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ। আর করোনার মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে আরও ২ হাজার ৩৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৩ শতাংশ।

Link copied!