করোনায় মৃত্যু ৪৫ জন, কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

মে ৮, ২০২১, ১০:২৮ পিএম

করোনায় মৃত্যু ৪৫ জন, কমেছে শনাক্ত

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে; এক দিনে আরও ১ হাজার ২৮৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। গত সাত সপ্তাহে এটিই দেশে দৈনিক শনাক্ত রোগীর সর্বনিম্ন সংখ্যা। এর আগে গত ১৪ মার্চ ১ হাজার ১৫৯ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল সরকার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার (৮ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা ১১ হাজার ৮৭৮ জনে পৌঁছেছে।

আর নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৭২ হাজার ১২৭ জন হয়েছে। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরও ২ হাজার ৪৯২ জন গত এক দিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ লাখ ৬ হাজার ৮৩৩ জন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১ মে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়ে যায়। বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে ১৫ কোটি ৬৯ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩২ লাখ ৭১ হাজারের বেশি মানুষের।

 

Link copied!