করোনায় বাড়ল আক্রান্ত!

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৫, ২০২১, ১০:৪৪ পিএম

করোনায় বাড়ল আক্রান্ত!

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এদের মধ্যে ৪জন পুরুষ এবং নারী ২জন। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৬৩৫ জন। আগের দিনের চেয়ে মৃত্যুসংখ্যা একজন কমলেও নতুন আক্রান্তের সংখ্যাও ১৬জন বেড়েছে। এছাড়া আগের দিনের তুলনায় ১৬৫ জন কম রোগী সুস্থ হয়েছেন।

আগের দিন (বৃহস্পতিবার) করোনায় ৭জনের মৃত্যু এবং ৬১৯ জন আকান্ত শনাক্ত হয়েছিলো। এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলো ৮৪১ জন।

[youtube-video]https://www.youtube.com/watch?v=m2ZMpLGasco[/youtube-video]

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতির সবশেষ এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, গত এক দিনে নতুন করে ৬ জনের মৃত্যুতে এপর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা মোট ৮ হাজার ৪৪১ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় আরও ৬৩৫ জন আক্রান্ত শনাক্ত হওয়ায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৭৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১ হাজার ১৪৪ জন হয়েছে। এসময়ে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৫ শতাংশ।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৬৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। আর গত কয়েক দিন ধরেই মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি ল্যাবে ১৩ হ‌াজার ৮৭৯টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪১ লাখ ১৯ হাজার ৩১টি নমুনা। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৯ লাখ ৫১ হাজার ৪১২টি।

Link copied!