করোনায় ১ দিনে চলে গেলেন ৬ জন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৬, ২০২১, ০৬:৫০ পিএম

করোনায় ১ দিনে চলে গেলেন ৬ জন

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন মারা গেছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৩৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৪৫৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৬ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ১২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ২২ হাজার ৪২৮ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ৪৯ লাখ ৬৯ হাজার ৭১২ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ১৬২ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে। ঠিক তার ১০ দিন পর ১৮ মার্চ করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়।

Link copied!