করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু বেড়ে ১০

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ০৬:০৪ পিএম

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু বেড়ে ১০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ১০ জনের। এ নিয়ে দেশে করোন ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮০১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ২৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫৩৪ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন করোনা থেকে সুস্থ হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৩২টি ল্যাবে ১৬ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ চারজন ও নারী ছয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ৮০৬ জন ও নারী নয় হাজার ৯৯৫ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

Link copied!