দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন মারা গেছেন। এদের মধ্যে ২১ জন পুরুষ এবং নারী ১২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৮৩০ জনে দাঁড়িয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৩৭ জন। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৮৮হাজার ১৩২ জন হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে দেশের করোনা পরিস্থিতির সবশেষ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১৪ জন ও ষাটোর্ধ্ব ১৫ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২২৪টি ল্যাবে ২৭ হাজার ৬৪টি নমুনা সংগ্রহে এবং ২৭ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ৩ হাজার ৭৩৭ জন রোগী শনাক্ত হয়।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) পর্যন্ত করোনায় মোট মারা যাওয়া আট হাজার ৮৩০ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ৬৭১ জন (৭৫ দশমিক ৫৫ শতাংশ) ও নারী ২ হাজার ১৫৯ জন (২৪ দশমিক ৪৫ শতাংশ)।
প্রসঙ্গত, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়।