দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৫ জন মারা গেছেন। এদের মধ্যে ৫৯ জন পুরুষ এবং নারী ৩৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৬৮৩ জন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ২৮০ জনের শরীরে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩২ হাজার ৬০ জন।
বুধবার (২১ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ এসব জানানো হয়।
দেশে করোনা প্রাদুর্ভাবের পর থেকে গত শুক্রবার প্রথম একদিনে শতাধিক রোগীর মৃত্যু হয়। এরপর টানা চারদিন পর্যায়ক্রমে মৃতের সংখ্যা বৃদ্ধির পর মঙ্গলবার করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা একশ’র নিচে নেমে আসে। গতকাল (২০ এপ্রিল) করোনায় ৯১ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে নতুন করে ৭ হাজার ৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন।
এ সময়ে ২৮ হাজার ৫৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৪০৮টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ লাখ ৪৯ হাজার ৬৮৩টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৫৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৭ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ৩ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
এদের মধ্যে সরকারি হাসপাতালে ৬০ জন, বেসকারি হাসপাতালে ৩১ জন এবং বাড়িতে ৪ জন মারা গেছেন। এ পর্যন্ত করোনাভাইরাসে মোট মারা যাওয়া ১০ হাজার ৬৮৩ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৮৮৬ জন এবং নারী ২ হাজার ৭৯৭ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭২৯ জন ও আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৩৬২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ১৭ হাজার ৮৭৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯৮ হাজার ৮৮৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৯৯০ জন।