কারা পাবেন বুস্টার ডোজ জানালেন মন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৮, ২০২১, ০৩:১৯ পিএম

কারা পাবেন বুস্টার ডোজ জানালেন মন্ত্রী

বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশেও দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ। সবার আগে বুস্টার ডোজ দেওয়া হবে সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের। প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

চীনে উৎপাদিত সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরবে যেতে চাইলেও শর্তের কারণে যেতে পারেননি প্রায় প্রায় ৩০ হাজার বাংলাদেশি কর্মী। তবে সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ জানায়, সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা গ্রহণকারীদেরও সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে তবে সেক্ষেত্রে সৌদি সরকার অনুমোদিত চারটি টিকার কোনো একটির বুস্টার ডোজ নিতে হবে। সৌদি সরকার অনুমোদিত টিকাগুলো হলো: অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারের-বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না।

বিষয়টি বিবেচনায় নিয়েই সৌদিগামী কর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, দেশে অনেক সৌদিগামী কর্মী আটকে আছেন। তাদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসী কর্মীদের জন্য পূর্বনির্ধারিত ৭টি কেন্দ্রে তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। তবে তার আগে আইসিটি মন্ত্রণালয়কে নিশ্চিত করতে হবে যে এই রেফারেন্সে তারা ঠিকমতো সার্টিফিকেট প্রদান করবে’।

এদিকে বিদেশগামী প্রবাসী কর্মীদের স্বার্থে র‌্যাপিড পিসিআর টেস্টের সুবিধা আরও বাড়াতে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরেও এ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী এসময়, বুস্টার ডোজের সনদপ্রাপ্তির ব্যবস্থা করতে আইসিটি মন্ত্রণালয় ও আরটি-পিসিআর পরীক্ষার সুবিধা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথাও জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী।

Link copied!