বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পর এবার জানা গেল তার ব্যক্তিগত গৃহকর্মীসহ বাসভবনের ৯জন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। তবে দুই একজনের মধ্যে করোনার উপসর্গ থাকলেও সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুন।
রবিবার (১১ এপ্রিল) রাজধানীর গুলশানের বাসভবনে খালেদা জিয়াকে দেখতে এসে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।
তিনি বলেন, খালেদা জিয়ার কোনো করোনার উপসর্গ নেই। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৮ জন করোনা আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।
ডা. মামুন বলেন, খালেদা জিয়া বাসাতেই চিকিৎসা নেবেন। তবে পরবর্তী কিছু ঘটলে তার চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে কেবিনের ব্যবস্থা করে রাখা হয়েছে।
এর আগে রবিবার বিকালে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে তার চিকিৎসক এফএম সিদ্দিকীর অধীনে বাসায় আইসোলেশনে আছেন।
মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া করোনা পজিটিভ হলেও তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তার আরও আগে রবিবার(১১ এপ্রিল) সকালে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে তাদের কাছে রিপোর্টের কাগজপত্র আছে বলে জানানো হয়।
তবে খালেদা জিয়ার পরিবার ও বিএনপির পক্ষ থেকে করোনা আক্রান্তের বিষয়ে কিছু বলছিল না। এমনকি শনিবার (১০ এপ্রিল) খালেদার করোনার নমুনা নেয়ার খবর ছড়িয়ে পড়লে তা নাকচ করে দেয় তার প্রেস উইং।
ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুনের বরাত দিয়ে প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, করোনা পরীক্ষার জন্য খালেদা জিয়ার নমুনা নেননি।