খুলনা বিভাগে করোনায় ২৪ ঘন্টায় ৩৬ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২১, ০৪:৪০ পিএম

খুলনা বিভাগে করোনায় ২৪ ঘন্টায় ৩৬ জনের মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে খুলনা বিভাগের বিভিন্ন জেলায়।প্রতিদিনই করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। অতিমাত্রার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউন শুরুর আগেই খুলনা জেলা ও সিটি করপোরেশনে লকডাউন চালু ছিল। তারপরও করোনা পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (১৪ জুলাই) গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৩৬ জন মারা গেছেন।এই সংখ্যা নিয়ে খুলনা বিভাগে এ পর্যন্ত ১ হাজার ৭২৫ জনের মৃত্যু হলো। বুধবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬২১ জন। মঙ্গলবার (১৩ জুলাই) খুলনা বিভাগে ৪৮ জনের মৃত্যু এবং এক হাজার ৫৮৮ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন।

বুধবার (১৪ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, রবিবার (১১ জুলাই) খুলনা বিভাগে একদিনে মারা যায় ৬০ জন। দৈনিক মৃত্যুর দিক দিয়ে খুলনা বিভাগে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। শুক্রবার (৯ জুলাই) বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো দৈনিক করোনা প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৪ জুলাই) গত ২৪ ঘন্টায় ৩৬ জন মারা গেছেন। এনিয়ে বিভাগে মোট ১ হাজার ৭২৫ জন মারা গেলেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়,গত ২৪ ঘন্টায় মৃত ৩৬ জনের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। মৃত অন্যদের মধ্যে খুলনায় ৯ জন, ঝিনাইদহে ৭ জন, যশোরে ৫ জন, মেহেরপুরে ২ জন, চুয়াডাঙ্গায় ১ জন ও সাতক্ষীরায় ১ জন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার (১৪ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭৬ হাজার ৪০১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৭২৫ জন। করোনা থেকে সুস্থ হয়ে এপর্যন্ত বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৮২৭ জন।

Link copied!