ঘরে বসে টিকা নেওয়া ২ জন ১ দিনের রিমান্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৩, ২০২১, ০২:৩২ এএম

ঘরে বসে টিকা নেওয়া ২ জন ১ দিনের রিমান্ডে

চট্টগ্রামে ঘরে বসে করোনা টিকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মো. রেজার আদালত তাদের রিমান্ডে দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (এডিসি-প্রসিকিউশন) মো. কাজী শাহাবুদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে টাকার বিনিময়ে নিজ বাসায় বসে টিকা নেওয়ার অভিযোগে গত সোমবার চট্টগ্রামের খুলশী থানার জাকির হোসেন রোড থেকে মো. হাসান (৩৫) ও মোবারক আলীকে (৩৩) গ্রেপ্তার করা হয়।

খুলশী পুলিশ আজ আদালতে দুই জনকে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল। শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন খারিজ করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার নিজ ঘরে বসে টিকা নেওয়ার ছবি ও সহযোগিতাকারীকে ধন্যবাদ দিয়ে ফেসবুকে পোস্ট দেন ব্যবসায়ী মো. হাসান। পোস্টটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর হাসানকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেডিকেল অফিসার তপন কুমার চক্রবর্তী হাসান, মোবারক, মো. সাজ্জাদ ও চসিক স্বাস্থ্য বিভাগের ল্যাব টেকনিশিয়ান বিশু দে কে অভিযুক্ত করে খুলশী থানায় একটি মামলা করেন।

মামলার বিবরণীতে বলা হয়, বিশু মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের টিকা কেন্দ্র থেকে টিকা সংগ্রহ করেন এবং অপর আসামিদের প্রত্যেককে এক হাজার টাকার বিনিময়ে টিকা দেন।

Link copied!