চট্টগ্রাম: ‘শতভাগ শিক্ষার্থী’ পেয়েছে কোভিড টিকার প্রথম ডোজ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২২, ০৫:০৭ এএম

চট্টগ্রাম: ‘শতভাগ শিক্ষার্থী’ পেয়েছে কোভিড টিকার প্রথম ডোজ

দুই মাস ১০ দিনে চট্টগ্রাম জেলায় ১২-১৮ বছর বয়সী ৮ লাখ ৭২ হাজার ২৫৬ জন শিক্ষার্থীকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

জেলা শিক্ষা অফিসের দেওয়া তালিকা অনুসারে নগরী ও উপজেলাগুলোর এই বয়সী শিক্ষার্থী তালিকার শতভাগ বলে জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীকে উদ্ধৃত করে জানানো হয়, চট্টগ্রামের ‘শতভাগ শিক্ষার্থী’ কোভিড ভ্যাকসিনের আওতায় এসেছে।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী বলেন, “জেলার সবগুলো থানা থেকে আমরা ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের তালিকা চেয়েছিলাম। সেই তালিকা ৮ লাখ ৭২ হাজার ২৫৬ জনের। তারা সবাই ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়েছে। নভেম্বর থেকে শুরু হওয়ায় নগরীর অনেক শিক্ষার্থী দ্বিতীয় ডোজের টিকাও দিয়েছে। তবে উপজেলায় টিকা কার্যক্রম শুরু হয় ৮ জানুয়ারি। ২৮ দিন পর তারা দ্বিতীয় ডোজ দিবে।”

এছাড়া বাদ পড়া শিক্ষার্থীদের তালিকা চেয়ে স্কুলগুলোতে আবার চিঠি দেওয়া হয়েছে জানিয়ে ফরিদুল আলম হোসাইনী বলেন, “অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কেউ প্রথমবার বাদ গিয়ে থাকলে তাদেরও পরে টিকা দেওয়া হবে। তালিকা চূড়ান্ত হলেই তা শুরু হবে।”

Link copied!