চলতি বছরই প্যানডেমিক পরিণত হবে এনডেমিকে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২২, ১১:১০ পিএম

চলতি বছরই প্যানডেমিক পরিণত হবে এনডেমিকে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনাভাইরাস বিষয়ক টাস্কফোর্সের সাবেক সদস্য ড. এজেকিয়েল ইমানুয়েল বলেছেন করোভাইরাস এর প্রকৃতি শিঘ্রই প্যানডেমিক থেকে এনডেমিকে পরিণত হবে।

তিনি বলেছেন, “আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে আমাদের করোনাভাইরাসের সঙ্গে বসবাস করতে শিখে যেতে হবে।”

মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে ড. ইমানুয়েল বলেনছেন, ভ্যাকসিন, নতুন চিকিৎসা পদ্ধতি আবিস্কারের ফরে করোনাভাইরাসকে অন্যান্য আর দশটা ফ্লু ভাইরাসের মতো আরও সহজে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে উঠবে।

তিনি বলেন, “আমরা মনে করি, ২০২২ সালের মধ্যেই করোনা ভাইরাস এনডেমিক বা স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ হয়ে পড়বে। তবে এর জন্য আমাদের সবাইকে টিকাদানের মতো পদক্ষেপটি কার্যকরভাবে নিতে হবে।”

আগামী তিনমাসকে খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যা দিয়ে ড. ইমানুয়েল বলেন, “অন্যান্য ফ্লু ভাইরাস যেমন বাতাসে ভেসে বেড়ায় তেমনি করোনাভাইরাসও বাতাসে ভেসে বেড়াচ্ছে এবং আমাদের আক্রান্ত করছে-এমন পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে শিখতে হবে।”

Link copied!