চার ঘণ্টার ব্যবধানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা ও ছেলে। প্রাণঘাতী করোনা কেড়ে নিলো বাবা ইয়াকুব আলী (৭০) ও তার ছেলে আজগর আলীকে (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর উপজেলার চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল।
বৃহস্পতিবার (১ জুলাই) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে মারা যান ইয়াকুব আলী। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান ছেলে আজগর আলী।
আজগর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁওয়ের বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
উপজেলা স্বাস্থ্যবিভাগের তথ্যমতে জানা যায়, গত ২৫ জুন ইয়াকুব আলী জ্বর কাশি ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এসময় তাকে করোনা টেস্টের পরামর্শ দেয় চিকিৎসক। পরে পরিবারের স্বজনেরা তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করায়। সেখানেই তার করোনা পজেটিভ আসে।
পাঁচ দিন পর ইয়াকুব আলীর ছেলে আজগর আলীর হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা নেওয়া হয়। এসময় তারও করোনার পজেটিভ হলে সেইদিন রাতেই তাকে দিনাজপুর আব্দুর রহিম হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২৫ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৬ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫০৯, যার মধ্যে সুস্থ হয়েছেন ২০৪৫ জন ও মৃত্যু ৮৩ জনের।