করোনা: টানা চার দিন ধরে হাজার করে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৪, ২০২১, ০২:০৯ এএম

করোনা: টানা চার দিন ধরে হাজার করে শনাক্ত

গ্রীষ্মের আগ মুহুর্তে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে আবার বাড়তে শুরু করেছে। টানা চার দিন ধরে হাজারেরও বেশি করোনা রোগি শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছেন। এদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৩ নারী জন। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪ জন। এ নিয়ে টানা চারদিন হাজারের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হলো। সংক্রমণ বাড়তে থাকায় দৈনিক শনাক্ত রোগীর হারও আবার ৬ শতাংশে উপরে উঠে এসেছে।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতির সবশেষ এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত এক দিনে নতুন করে ১২জনের মৃত্যুতে এপর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা মোট ৮ হাজার ৫২৭ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৪ জন আক্রান্ত শনাক্ত হওয়ায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জন হয়েছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এরপর শনাক্ত ও মৃত্যু কখনও বাড়তে আবার কখনও কমতে দেখা যায়। তবে সর্বশেষ কয়েকদিন শনাক্ত ক্রমান্বয়ে বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ১৩৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৩১০ জন। এসময়ে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৪ শতাংশ।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ২৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। আর গত কয়েক দিন ধরে মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি ল্যাবে ১৬ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪২ লাখ ৪৮ হাজার ৩৪৫টি নমুনা। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ লাখ ৫১ হাজার ৩১০টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৯ লাখ ৯৭ হাজার ৩৫টি।

Link copied!