চীনের টিকা পাবেন তারা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৪, ২০২১, ০২:২৭ এএম

চীনের টিকা পাবেন তারা

দ্বিতীয় দফায় চীন সরকারের উপহার হিসেবে দেয়া ৬ লাখ করোনা ভাইরাসের টিকা এসে পৌঁছেছে বাংলাদেশে। রবিবার বিকালে দেশে অবতরণ করে টিকা পরিবহণকারী সি-১৩০ জে বিমান দুটি। এর আগে রবিবার সকালে সিনোফার্মের ৬ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ সেনাবাহিনীর দুটি বিমান। তবে ওই টিকা সবাই পাবেন না। এই টিকার জন্য একটি অগ্রাধিকার তালিকা রয়েছে।

রবিবার ঘড়ির কাটা যখন বিকেল সাড়ে পাঁচটা ছুঁই ছুঁই, তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চীন থেকে উপহারে ৬ লাখ টিকা ও অন্যান্য স্বাস্থ্য সামগ্রিসহ বিমান বাহিনীর দুটি সি-ওয়ান থার্টি মডেলের কার্গো বিমান। অবতরণ শেষে বঙ্গবন্ধু বিমান ঘাটিতে একে একে প্রবেশ করে বিমান দুটি।

এরপর শুরু হয় আনলোড প্রক্রিয়া। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষায়িত কাভার্ড ভ্যানে দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় টিকা নিয়ে যাওয়া হয় ইপিআই সেন্টারে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, টিকার একটি অগ্রাধিকারের তালিকা রয়েছে। তালিকায় মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, মেগাপ্রকল্পের কর্মীসহ আরও অনেকে থাকবেন। তবে নির্দিষ্ট করে কারও কথা বলা হচ্ছে না এখনও।

Link copied!