এপ্রিল ২৮, ২০২১, ০১:৪৬ পিএম
যুক্তরাষ্ট্রে যারা ইতোমধ্যে দুই ডোজ করোনার টিকা নিয়েছেন, তাদের আর সীমিত পরিসরে জনসমক্ষে মাস্ক পরতে হবে না। মঙ্গলবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন।
বাইডেন বলেন, আপনি যদি টিকা দিয়ে থাকেন তবে আপনি বাড়িতে এবং বাড়ির বাইরেও সুরক্ষিতভাবে আরও অনেক কিছু করতে পারবেন। তবে, বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক।
বাইডেন আরও বলেন, আমি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যদি ভিড়ের মধ্যে থাকেন, স্টেডিয়ামের মতো বা কোনও সম্মেলনে বা কনসার্টে থাকেন তবে আপনার বাইরে থাকা সত্ত্বেও একটি মুখোশ (মাস্ক) পরা প্রয়োজন।
যুক্তরাষ্ট্র করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে। তবে ৩৩ কোটি জনসংখ্যার এ দেশে ইতোমধ্যে বিশ কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়ে গেছে। টিকা নিতে এখন কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েনমেন্টও লাগছে না।
এদিকে, এ সপ্তাহেই জো বাইডেনের ক্ষমতাগ্রহণের ১০০ দিন পূর্ণ হতে যাচ্ছে। বুধবার কংগ্রেসে প্রথমবার যৌথ ভাষণ দেবেন তিনি। এরই মধ্যে শুরু হয়ে গেছে তার কর্মকাণ্ডের মূল্যায়ন। প্রবাসী বাংলাদেশিরা বাইডেনের ১০০ দিনকে ইতিবাচক হিসেবে দেখছেন।
দেশটির অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিগত ৭৫ বছরের মধ্যে তুলনামূলক বিচারে প্রেসিডেন্ট বাইডেনের প্রথম ১০০ দিনে আমেরিকার স্টক মার্কেট সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।
দেশটির অনেকে বলছেন, ১০০ দিনে বাইডেন যুক্তরাষ্ট্রকে কিছুটা হলেও বদলে দিয়েছেন। কারও কারও মতে, বাইডেনের সাফল্য সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকেও ছাড়িয়ে যেতে পারে। এখন বাইডেন দেশকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারেন, তা সময়ই বলবে।