টিকা নিলেন যে বিশিষ্টজনেরা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২১, ০৮:৫৬ পিএম

টিকা নিলেন যে বিশিষ্টজনেরা

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে এক ডোজ ভ্যাকসিন দেয়ার মাধ্যমে বাংলাদেশ শুরু করে করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়ার কর্মসূচি। ২৭ জানুয়ারি প্রথম দিনে মোট ২৬ জনকে টিকা দেওয়া হয়। এদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর দ্বিতীয় ধাপে সারাদেশে গণটিকাদান শুরু হল রোববার।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

রাজধানীর মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার বেলা সাড়ে ১১টার দিকে টিকাদান কার্যক্রম উদ্বোধনের শুরুতেই তিনি টিকা নেন। পরে এখানে আরও কয়েকজন মন্ত্রী ও উচ্চপর্যায়ের ব্যক্তি টিকা নেন। সারা দেশেও টিকাদান কার্যক্রম চলছে।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

স্বাস্থ্যমন্ত্রীর পর একই হাসপাতালে টিকা নেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সকালে কোনো এক সময় তিনি টিকা নেন।

ইয়াফেস ওসমান  

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানও মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকা নেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক সামন্তলাল সেনসহ বিভিন্ন ক্ষেত্রের উচ্চপর্যায়ের ব্যক্তিরা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্র থেকে করোনার টিকা নেন।

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও এর কার্যক্রম শুরু হয়েছে।  রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে টিকা দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

টিকা নেওয়ার পর শিক্ষাউপমন্ত্রী বলেছেন, ‘যেকোনো ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। করোনা টিকা নেওয়ার ক্ষেত্রেও কারও কারও সামান্য থাকতে পারে। তবে আমার খারাপ লাগছে না।’

মাহবুবুল হক আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিকা নেয়ার মধ্য দিয়েই কুষ্টিয়ায় টিকাদান কার্যক্রম শুরু হয়।

 বিচারপতি এ বি এম খায়রুল হক

আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক টিকা গ্রহণের পর বলেন, অপেক্ষার অবসান হওয়ায় এখন তিনি ‘স্বস্তি’পাচ্ছি। সাবেক এই প্রধান বিচারপতি সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে টিকা নেন।

Link copied!