পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার দেশটির প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার (২৯ মার্চ) তার দেহে মহামারী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
টিকার প্রথম ডোজ গ্রহণের পরও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। সোমবরা এক টুইটে ডা. আরিফ আলভি নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
টুইট বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট জানান, ‘করোনার নমুনা পরীক্ষায় আমি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছি। আল্লাহ যেন আমাকে করোনার প্রভাব থেকে মাফ করে দেন। দয়া করে সবাই সাবধানে থাকুন।’
তিনি আরও জানান, ‘সম্প্রতি আমি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছি। দ্বিতীয় ডোজ নেওয়ার পর দেহে অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয়, যেটা আগামী এক সপ্তাহের মধ্যে আমার নেওয়ার কথা ছিলো।’
জানা গেছে, কয়েকদিন আগেই ডা. আরিফ আলভি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ এ সপ্তাহের মধ্যে নেয়ার কথা ছিল। তার সহধর্মীণি শামিমা আলভি জানান, প্রেসিডেন্টের মৃদু উপসর্গ দেখা গেছে। এখন পর্যন্ত তার শরীর ও মনের অবস্থা ভালো।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। চলতি মাসের শুরুতে ভ্যাকসিন নেওয়ার দুদিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা শনাক্ত হয়।
তিনি সম্ভবত ভ্যাকসিন নেওয়ার আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা।