দেশব্যাপী টিকাদান কার্যক্রমের চতুর্থ দিনে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের সরকারিভাবে ভ্যাকসিন ডোজ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রায় ২ হাজার কূটনীতিক ও কর্মকর্তাকে টিকা দেয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রথম দিনে ওই হাসপাতালে উপস্থিত থেকে ভারত, জার্মানি, ফ্রান্স, ইটালি, তুরস্ক, অস্ট্রেলিয়াসহ ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশের প্রায় ৩০ জন কূটনীতিক টিকাগ্রহণ করেন। সেসময় সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও টিকা নিয়েছেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, বাংলাদেশে যতটি দেশের কূটনীতিকরা আছেন, সকলের জন্য আমরা আলাদাভাবে টিকা নেওয়ার আয়োজন করেছি। ১২শ’র বেশি কূটনীতিক বাংলাদেশে আছেন। এর পাশাপাশি অন্যান্য বিদেশী কর্মকর্তারাও ধারাবাহিকভাবে টিকা নেবেন।
কূটনীতিকদের টিকা দেওয়ার জন্য শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট সপ্তাহে দুই থেকে তিন দিন নির্দিষ্ট করে দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিকার বিষয়ে সবসময় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।