ডিআরইউতে ৩ ঘণ্টায় মিলবে করোনা টেস্টের রেজাল্ট

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২১, ০৫:১১ এএম

ডিআরইউতে ৩ ঘণ্টায় মিলবে করোনা টেস্টের রেজাল্ট

ঢাকা ভিত্তিক পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) মাত্র তিন ঘন্টার মধ্যেই করোনাভাইরাস টেস্টের রেজাল্ট পাওয়া যাবে। শুক্রবার সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খানের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা রিপোর্টাস ইউনিটির নিজস্ব ব্যবস্থাপনায় প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়।

এতে আরও জানানো হয়, কাল শনিবার (১১ সেপ্টেমর) থেকে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হবে। নমুনা সংগ্রহের তিন ঘণ্টার মধ্যেই টেস্টের রেজাল্ট পাওয়া যাবে।

প্রসঙ্গত, সাংবাদিকদের এই পেশাদার সংস্থায় প্রায় ১৮০০ সদস্য রয়েছেন। সংগঠনের সদস্যদের জন্য বীমা সুবিধাও প্রদান করে থাকে এ প্রতিষ্ঠানটি। বর্তমানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক হিসেবে মসিউর রহমান খান দায়িত্ব পালন করছেন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সংস্থাটিতে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার রিপোর্টাররা তথ্যসেবার মাধ্যমে রাষ্ট্র ও সমাজের নানা কল্যাণমূলক কাজে ভূমিকা রেখে চলেছেন।

Link copied!