গত বৃহস্পতিবার দিনাজপুরে করোনার টিকা নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
দিনাজপুর সদরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা জিয়াউর রহমান (৪০) পেশায় ব্যবসায়ী ছিলেন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেন। তার মৃত্যুর সাথে টিকাগ্রহণ জনিত কোন পার্শ্ব প্রতিক্রিয়ার সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
সিভিল সার্জন বলেন, ‘টিকা নেওয়ার প্রায় ৬ ঘণ্টা পর জিয়াউর মৃত্যুবরণ করেন। তিনি অনেকদিন যাবৎ হৃদরোগ, ব্লাড প্রেসার ও ডায়াবেটিসজনিত রোগে ভুগছিলেন।’
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে থেকে টিকাগ্রহণ করেন জিয়া। টিকা নেয়ার পর নিয়ম মাফিক আধা ঘণ্টা কেন্দ্রে অবস্থানের পর বাসায় ফেরেন তিনি। এরপর কয়েকণ্টা পর শারীরিক অবনতি ঘটলে আকস্মিক মৃত্যু হয় জিয়ার।