সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৯:৪৬ পিএম
এখন থেকে করোনার দুইডোজ টিকা নিলে বাংলাদেশিদের নেদারল্যান্ড গিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে তাদের অবশ্যই বাংলাদেশ থেকে কোভিড টেস্ট করিয়ে যেতে হবে। কেবল টেস্টে নেগেটিভ আসলেই দেশটিতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। হেগের বাংলাদেশ দূতাবাস থেকে জারিকৃত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
এদিকে যারা কোভিড টিকা নেননি কিংবা একডোজ নিয়েছেন তাদের অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে। এবং দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই কোয়ারেন্টান সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।
এর আগে ইউরোপের আরকে দেশ যুক্তরাজ্য তাদের করোনা সতর্কতামূলক রেডে লিস্ট থেকে বাংলাদেশকে বাদ দেয়। এর মানে হলো, এখন থেকে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য অনুমোদিত টিকার দুইডোজ নিয়ে সেদেশে গেলে আর ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না।