দেশে এল আরও ১৭ লাখ ডোজ চীনা ভ্যাকসিন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২১, ০১:৪০ এএম

দেশে এল আরও ১৭ লাখ ডোজ চীনা ভ্যাকসিন

আরও ১৭ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা মঙ্গলবার দেশে পৌঁছাল। এদিন সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের বিমান বন্দরের এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিকার এই চালান একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে জানান তিনি। ভ্যাকসিনের আন্তর্জাতিক অ্যালায়েন্স কোভ্যাক্স সুবিধায় এই টিকা দিচ্ছে চীন।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী বলেছেন, বুধবার (১১ই আগস্ট) কোভ্যাক্স সুবিধায় আরও ১৭ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে আসবে। এরপর ১২ই আগস্ট একই সুবিধায় ৬১ হাজার ২০০ ডোজ, ১৩ই আগস্ট ১০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশে আসবে। আগামী ১৪ই আগস্ট কেনা ১০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে আসার কথা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টা ২৫ মিনিটে বেইজিং থেকে টিকা নিয়ে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এই চালানসহ পাঁচ দিনে চীন থেকে মোট প্রায় ৫৪ লাখ ৬১ হাজার ডোজ সিনোফার্মের টিকা আসার কথা রয়েছে।

এছাড়া, চীনের সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়েছে বাংলাদেশের। এর আগে চীন থেকে মোট ৮১ লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে দেশে। এর মধ্যে ক্রয় চুক্তির আওতায় এসেছে ৭০ লাখ ডোজ টিকা।

Link copied!