দেশে এসেছে সিনোফার্মের আরো ৫৪ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৬:৫৮ পিএম

দেশে এসেছে সিনোফার্মের আরো ৫৪ লাখ টিকা

সিনোফার্মের তৈরি আরো ৫৪ লাখ ডোজ করোনা টিকা দেশে পৌঁছেছে। এই চালানসহ সিনোফার্মের মোট ২ কোটি ৪৯ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এ টিকা ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবর নিশ্চিত করেছেন। ডা. সাজ্জাদ  জানান, রাত পৌনে ২ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকা এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করে টঙ্গীতে বেক্সিমকোর কোল্ড স্টোরেজে পাঠিয়ে দিয়েছেন।

সব মিলিয়ে চীনের তৈরি সিনোফার্মের করোনা ভ্যাকসিনের মোট ২ কোটি ৪৯ লাখ ডোজ পেল বাংলাদেশ। মোট ৩ কোটি ডোজ টিকা কিনতে সিনোফার্মের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ সরকার। এছাড়া কোভ্যাক্সের আওতায়ও সিনোফার্মের টিকা বিনামূল্যে পাচ্ছে বাংলাদেশ।

চলতি বছর ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ টিকার মাধ্যমে দেশে গণটিকা কার্যক্রম শুরু হলেও বর্তমানে সে কার্যক্রম চলছে চীনের তৈরি সিনোফার্ম টিকার উপর নির্ভর করে। এছাড়া দেশে মার্কিন প্রতিষ্ঠান ফাইজার-বায়োনটেক এবং মডার্নার টিকাও গণটিকা কার্যক্রমের অধীন প্রয়োগ করা হয়েছে।

এদিকে কোভ্যাক্সের আওতায় তিন চালানে চীন থেকে দেশে এসেছে সিনোফার্মের মোট ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা।

সদ্য সমাপ্ত সংসদ অধিবেশনের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানান, দেশের মানুষের সুরক্ষায় প্রায় ২৪ কোটির মতো টিকার বন্দোবস্তু সরকার করছে।

Link copied!