দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২২, ০৪:৩৬ পিএম

দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০

দেশে করোনা ভাইরাসের মিক্রন ধরনে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ২০জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত দেশে করোনা রোগীর নমুনার জিন বিশ্লেষণে ওমিক্রনে সংক্রমিত এই রোগী শনাক্ত হয়েছেন।

করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এসব তথ্য পাওয়া গেছে।

জিআইএসএআইডির তথ্য অনুযায়ী, বাংলাদেশে যে ২০ রোগীর ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছেন, তারা সবাই ঢাকার বাসিন্দা।

গত ১০ ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তারা ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা দ্রুত অবনতির দিকে যাচ্ছে। নমুনা পরীক্ষা, শনাক্ত রোগীর সংখ্যা, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার—সবই বাড়ছে। সংক্রমণের এই বৃদ্ধি করোনাভাইরাসের নতুন ধরনের কারণে, নাকি অন্য কারণ আছে—তা এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না।

তবে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, সংক্রমণ আরও বাড়বে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে জিন বিশ্লেষণ হয় কম। ৫০০ শনাক্ত রোগীর মধ্যে মাত্র ১ জনের নমুনার জিন বিশ্লেষণ করা হয়। এত কমসংখ্যক নমুনা বিশ্লেষণের মাধ্যমে কোন ধরন কী পরিমাণে ছড়াচ্ছে, তা বলা মুশকিল।

তবে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেছেন, করোনারভাইরাসের জিন বিশ্লেষণের ২০ ডিসেম্বর তথ্যে দেখা যায়, সংক্রমণের ১৩ শতাংশের জন্য ওমিক্রন ও ৮৭ শতাংশের জন্য ডেলটা দায়ী।

Link copied!