দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ উর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৪, ২০২১, ১২:০৯ এএম

দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ উর্ধ্বমুখী

দেশে গত ২৪ ঘণ্টায় (২২ ডিসেম্বর, বুধবার সকাল ৮টা থেকে ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় সংক্রমিত দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮২ জন।

বিগত ২৪ ঘন্টায় মৃত্যু, শনাক্তের সংখ্যা ও হার সবই বেশি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিনম করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ৩৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৯ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৯৫। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৮৭। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই ব্যক্তিই পুরুষ। এ দুজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের।

গত ২৪ ঘণ্টায় যে ৩৮২ জনের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ঢাকা বিভাগেই ৩২১ জন। অর্থাৎ মোট শনাক্তের ৮৪ শতাংশের বেশি এ বিভাগের।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮, তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৪ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন। সবশেষ ২৪ ঘণ্টায় ৩১২ জন সুস্থ হয়েছেন।

Link copied!