দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩৮৭ জন। আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা প্রায় অর্ধেকে কমে আসলেও আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। আগের দিন (সোমবার) নতুন করে ৩১৬ জনের শরীরে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিলো। আর মৃত্যু হয়েছিলো ১৬ জনের।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৩৮৭ জনকে নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন হয়েছে। আর নতুন করে ৮ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। আর এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৪২ জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন হয়েছে।