দেশে ফের করোনা শনাক্ত ৩ শতাংশের ওপরে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২১, ০১:০৩ এএম

দেশে ফের করোনা শনাক্ত ৩ শতাংশের ওপরে

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৫৯১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ৭৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৩৪ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন করোনা থেকে সুস্থ হলো।

রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। রবিবার প্রায় সাড়ে ছয় মাস পর শনাক্তের হার ৩ শতাংশের নিচে নামে। এর একদিন পরই তা আবার বাড়লো।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৫ হাজার ২৩৬টি। করোনা শনাক্তের হার তিন দশমিক ১৯ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০ জন ও নারী নয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৭০০ জন ও নারী নয় হাজার ৮৯১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন ও সিলেট বিভাগে তিনজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৬ জন ও বেসরকারি হাসপাতালে দুজন মৃত্যুবরণ করেছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

Link copied!