দেশে ৩০ বছর বয়সীদের জন্য উন্মুক্ত হল টিকা রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২০, ২০২১, ০৬:১৫ এএম

দেশে ৩০ বছর বয়সীদের জন্য উন্মুক্ত হল টিকা রেজিস্ট্রেশন

সরকার টিকা নেওয়ার বয়সসীমা কমিয়েছে সরকার। বেশি সংখ্যক মানুষকে করোনাভাইরাসের টিকার আওতায় আনার লক্ষ্যে ৩০ বছর বয়সী নাগরিকেরা করোনার টিকা নিতে পারবেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে কোভিড টিকাদান কর্মসূচি সংক্রান্ত কমিটির একটি ভার্চুয়াল সভায় রবিবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

এর আগে বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার। তবে পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে এই বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেশ কিছু সূত্র।

বাংলাদেশে এ পর্যন্ত ২ কোটি ৯ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা এসেছে। এর মধ্যে ভারতের সেরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ১ কোটি ২ লাখ ডোজ। ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ, মডার্নার ৫৫ লাখ ডোজ এবং চীনের সিনোফার্মের ৫১ লাখ ডোজ টিকা রয়েছে।

৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী রোহিঙ্গা শরণার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

Link copied!