দ্বিতীয় ডোজের টিকা নিলেন ৯ লাখ ৩০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৬, ২০২১, ০৫:০৫ এএম

দ্বিতীয় ডোজের টিকা নিলেন ৯ লাখ ৩০ হাজার মানুষ

দেশব্যাপী টিকাদান কর্মসূচির শুরুর পর এপর্যন্ত ৫৬ লাখের ৮৬ হাজারের বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিয়েছেন। আর গত এক সপ্তাহে  টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ লাখ ৩০ হাজার মানুষ। এছাড়া এখন পর্যন্ত ৭০ লাখ ৮৮ হাজার মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত ৫৬ লাখ ৮৬ হাজার ৮৮৫ জন মানুষ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে ৩৫ লাখ ২৫ হাজার ৯৮৯ জন পুরুষ এবং ২১ লাখ ৬২ হাজার ৮৯৬ জন নারী টিকা নিয়েছেন।

এদিকে, গত ৮ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরুর পর এ পর্যন্ত ৯ লাখ ৩০ হাজার ১৫১ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এদের মধ্যে ৬ লাখ ৩৭ হাজার ৪৫৬ জন পুরুষ এবং ২ লাখ ৯২ হাজার ৬৯৫ জন নারী দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন।

বৃহস্পতিবার(১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে সর্বশেষ টিকাদান পরিস্তিতি নিয়ে এসব তথ্য জানানো হয়। গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু পর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ৯৬ হাজার ৯৭৬ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৬৫৫ পুরুষ এবং নারী ৬৩ হাজার ৩২১ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১০ হাজার ৫৭২ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৯০ এবং ৩ হাজার ৬৮২ জন নারী।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৭০ হাজার ৯৫৫ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১ লাখ ৩৫ হাজার ২৩৫ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৬১ হাজার ৭২ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৮ লাখ ৯৪ হাজার ৫১৮ জন।

ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ হাজার ৩১০ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮২ হাজার ৯৯১ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৭ হাজার ২৭ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৫০ হাজার ৮৩৬ জন।

রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৮ হাজার ৮০৮ জন, প্রথম ডোজ ৬ লাখ ৫১ হাজার ৪৭৫ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯২ হাজার ৮১ জন, প্রথম ডোজ ৫ লাখ ৮৪ হাজার ২০৩ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪ হাজার ৯৫৪ জন, প্রথম ডোজ ৭ লাখ ১৬ হাজার ৫০২ জন।

বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ হাজার ৬১৮ জন, প্রথম ডোজ ২ লাখ ৪৪ হাজার ৮০৬ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৩ হাজার ৩৯৮ জন, প্রথম ডোজ ২ লাখ ৯৫ হাজার ২০০ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল।

এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকা দান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।

Link copied!