বিশ্বজুড়ে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। শনিবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, ওমিক্রন এখন পর্যন্ত বিশ্বের ৮৯টি দেশে ছড়িয়েছে। ধরনটি যেভাবে বিস্তার লাভ করছে তাতে সামনে হাসপাতালগুলোতে অধিক চাপ সৃষ্টি হতে পারে।
সংস্থাটি বলছে, স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া অঞ্চলে ওমিক্রনের সংক্রমণ দেড় থেকে ৩ দিনের মধ্যে দ্বিগুণ হচ্ছে। যেসব দেশের জনসংখ্যার মাঝে উচ্চ মাত্রার ইমিউনিটি রয়েছে, সেসব দেশেও ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে।
তবে নতুন এই ভাইরাসটি রোগ প্রতিরোধের ক্ষমতা কমিয়ে তুলতে পারে কিনা তা স্পষ্ট নয়। যারা সংক্রমিত হয়েছেন গুরুতর বা অস্বাভাবিক অসুস্থতার খবর পাওয়া যায়নি। স্ট্রেইনটি কতটা শক্তিশালী সার্বিক বিষয় জানতে আরও গবেষণা এবং সময়ের প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্র: রয়টার্স