নিউজিল্যান্ডে করোনায় ৬ মাস পর প্রথম মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২১, ০২:৪৬ পিএম

নিউজিল্যান্ডে করোনায় ৬ মাস পর প্রথম মৃত্যু

নিউজিল্যান্ডে করোনাভাইরাসে ছয় মাসের বেশি সময় পর প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার(৪ সেপ্টেম্বর) করোনার নতুন ধরন ডেল্টায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়।

এদিন গত ২৪ ঘন্টায় ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে করোনায় সবশেষ মৃত্যু হয়েছিল বলে জানিয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, করোনায় মারা যাওয়া ব্যক্তি একজন নারী। ৯০ বছর বয়সের কোঠায় ওই নারী বিভিন্ন শারীরিক সমস্যা ছিল।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন এক বিবৃতিতে বলেছেন, ‘কোভিড-১৯ আমাদের কমিউনিটিতে প্রবেশ করলে যে কি ক্ষতির কারণ হতে পারে তা প্রতিটি মৃত্যুই আমাদের মনে করিয়ে দেয়। তিনি বলেন, আমাদের দেশে স্বাস্থ্যগত সমস্যায় প্রবীণ নাগরিকেরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।’ করোনাভাইরাস বিস্তাররোধে লকডাউন একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বলেও তিনি মন্তব্য করেন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি,নিউজিল্যান্ডে এ পর্যন্ত ৩ হাজার ৭৪৮ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২৭ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৭১ জন। দেশটিতে সক্রিয় করোনা রোগী রযেছেন ৭৫০ জন, যার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

Link copied!