করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো এখনই না খুলতে এবং কোনো পাবলিক পরীক্ষা না নিতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত মঙ্গলবার (১৬মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সরকারকে এই পরামর্শ দেন। বৈঠকে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে পুরোপুরি লকডাউন দেওয়ারও প্রস্তাব করেন তারা।
করোনা নিয়ন্ত্রণের এই প্রস্তোবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি কার্যকর করাসহ করোনা সংশ্লিষ্ট হাসপাতালগুলো পুনরায় চালু করতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়।
করেনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারকে দেয়া পরামর্শের বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশিদ আলম বুধবার (১৭ মার্চ) রাতে বলেন, ‘আমরা আলোচনার জন্য এই বিষয়গুলো বৈঠকে উপস্থাপন করেছি। আলোচনার জন্য এগুলো ছিলো আমাদের প্রস্তাব।’
‘আমরা আলোচনা করেছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে সবাই যেনো স্বাস্থবিধি মেনে চলে, সে বিষয়ে জোর প্রচেষ্টা চালিয়ে যেতে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’ (সূত্র: ডেইলি স্টার)
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভা-সমাবেশ, রাজনৈতিক সমাবেশ, নির্বাচন, পর্যটন, ধর্মীয় সভা, ইফতার ও দোয়া মাহফিলসহ যেখানে জনসমাগম বেশি হয় সেগুলো সীমিত বা বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এদিকে, শুক্রবার (১৯ মার্চ) অনুষ্ঠেয় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য শাহজাহান আলী মোল্লা। (সূত্র: ডেইলি স্টার)।
বুধবার(১৭ মার্চ) তিনি বলেন,পরীক্ষোর আর মাত্র এক দিন বাকী। আমরা পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র ও অন্যান্য প্রয়োজনয়ি সামগ্রী পাঠিয়ে দিয়েছি। পরিীক্ষার্থীরা বিভাগীয় শহরগুলোতে চলেও এসেছেন। এখন পরীক্ষা বন্ধ করা কঠিন।’