প্রতিদিনই মৃত্যুর রেকর্ড গড়ছে করোনা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১০, ২০২১, ১০:১৭ পিএম

প্রতিদিনই মৃত্যুর রেকর্ড গড়ছে করোনা

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭ জন মারা গেছেন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৮ এপ্রিল দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয়েছিলো।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ৩৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া এ রোগীর সংখ্যা গত কয়েক দিনের তুলনায় কম।

এদিন আগের দিনের চেয়ে নতুন রোগী শনাক্ত ২ হাজার ১০৯ জন কমলেও একই দিনের তুলনায় মৃতের সংখ্যা ১৪ জন বেড়েছে। এছাড়া আগের দিনের চেয়ে ৩২৬ জন বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন।

আগের দিন (শুক্রবার) সারাদেশে করোনায় ৬৩ জনের মৃত্যু এবং ৭ হাজার ৪৬২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিলো। এদিন হাসপাতাল ও বাসায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা ছিলো ৩ হাজার ৫১১ জন।

শনিবার (১০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতির সবশেষ এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, গত একদিনে নতুন করে ৭৭ জনের মৃত্যুতে এপর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৬৬১ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৩৪২ জন আক্রান্ত শনাক্ত হওয়ায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন হয়েছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এরপর শনাক্ত ও মৃত্যু কখনও বাড়তে আবার কখনও কমতে দেখা যায়। তবে সর্বশেষ কয়েকদিন ধরে নতুন করে আক্রান্ত শনাক্ত ক্রমান্বয়ে উদ্বেগজনক হারে বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৮৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন হয়েছে। এসময়ে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩০ শতাংশ।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৩৭টি ল্যাবে ২৫ হাজার ১৮৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এসময়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ ৭৭টি। এ পর্যন্ত মোট ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং নারী ২৪ জন। এখন পর্যন্ত ৭ হাজার ২২৬ জন পুরুষ এবং ২ হাজার ৪৩৫ জন নারী মৃত্যুবরণ করেছেন।

২৪ ঘণ্টায় ৭৭ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৫১ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে তিন জন, খুলনায় দুই জন, বরিশালে এক জন, রংপুরে চার জন এবং সিলেটে একজন মারা গেছেন।

Link copied!