সেপ্টেম্বর ১, ২০২১, ০২:৩৭ পিএম
‘মু’ নামে করোনার একটি নতুন প্রকরণ পর্যবেক্ষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) । চলতি বছরের জানুয়ারি মাসে কলম্বিয়ায় প্রথম শনাক্ত হয় ‘মু’। বৈজ্ঞানিকভাবে ‘মু’ বি.ওয়ান.৬২১ হিসেবে পরিচিত।
করোনা ভাইরাসের নতুন এই প্রকরণকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে শ্রেনীবদ্ধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলেছে, করোনার এই নতুন প্রকরণের বিরুদ্ধে টিকা কাজ করার সম্ভাবনা কম। তবে এ নিয়ে আরো বিশদ গবেষণা প্রয়োজন। বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ভাইরাসের নতুন প্রকরণের উদ্ভব নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে জনমনে।
সার্স কোভ-২সহ সবধরণের ভাইরাসের মধ্যেই প্রতিনিয়ত মিউটেশন ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই এদের প্রভা হয় খুব সামান্য, কোন কোন ক্ষেত্রে প্রভাবই থাকে না। আবার কিছু মিউটেশনের প্রভাব হয় খুবই মারাত্মক। ইতোমধ্যে সারা বিশ্বে আলফা ও ডেল্টাসহ ৪ ধরনের কোভিড-১৯ ভাইরাস শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । বিশ্বের ১৯৩টি দেশে আলফা ধরন এবং ১৭০টি দেশে ডেল্টা ধরন ছড়িয়েছে।
‘কলম্বিয়ায় ‘মু’ শনাক্ত হওয়ার পর ইউরোপসহ দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও এটি ছড়িয়েছে বলে জানিয়েছে
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে করোনাভাইরাসের আরও একটি শক্তিশালী ধরন। সি-ওয়ান-টু নামের ধরনটি আগের সবগুলো ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক এবং প্রাণঘাতী বলেই ধারণা গবেষকদের।