বুর্জ খলিফায় ভেসে উঠল ভারতীয় পতাকা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২১, ০২:৫৮ পিএম

বুর্জ খলিফায় ভেসে উঠল ভারতীয় পতাকা

করোনা বিধ্বস্ত ভারতের পাশে থাকার বার্তা দিল সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের দেশটিতে অবস্থিত পৃথিবীর উচ্চতম বহুতল ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় রবিবার রাতে ফুটে উঠল ভারতের জাতীয় পতাকা। আর, সাথে ভেসে উঠল— ‘স্টে স্ট্রং ইন্ডিয়া’ অর্থাৎ মহামারির  এই কঠিন পরিস্থিতিতে শক্ত থাকো ভারত।

 এদিন বুর্জ খলিফায় লাইট শোতে ভারতীয় পতাকা প্রদর্শিত হয়। হ্যাশট্যাগে বার্তা দেওয়া হয় ‘স্টে স্ট্রং ইন্ডিয়া’।

এ ছাড়া ভারতের পাশে থাকার বার্তা দিয়ে টুইটও করে বুর্জ খলিফা কর্তৃপক্ষ। টুইটার হ্যান্ডেলে লেখা হয়, ভারতের এখন খুব কঠিন সময়। আমাদের পক্ষ থেকে ভারত ও ভারতবাসীর জন্য প্রার্থনা ও শুভকামনা রইল।

বুর্জ খলিফার এমন পদক্ষেপের প্রশংসা করেছেন নেটিজেনেরা।

বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম বহুতল ভবন। এর উচ্চতা ৮২৯ দশমিক ৮ মিটার। এই ভবনের ওপর আলোর খেলায় ফুটে ওঠে বহু ছবি ও বার্তা। এ ছাড়া নানা বিষয় বা ব্যক্তি— যেকোনো কিছুই দেখা যায়।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার (২৬ এপ্রিল) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক তিন লাখ ৫২ হাজার ৯৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের কোনো দেশে এক দিনে এত মানুষের করোনা শনাক্ত হয়নি। গত পাঁচ দিন ধরে ভারতে করোনা সংক্রমণের রেকর্ড হয়ে চলেছে।

এ ছাড়া করোনায় মৃত্যুতেও আগের সব রেকর্ড ছাপিয়ে গত একদিনে ভারতে দুই হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হার গোটা মহামারির মধ্যে সর্বোচ্চ। যত লোকের করোনা পরীক্ষা হয়েছে তাঁদের প্রতি চারজনের একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

Link copied!