দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন চার জন। মৃত্যু কমলেও একই সময়ে করোনাভাইরাসের নতুন সংক্রমণ বেড়েছে। আগের দিন দেশে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল ১২২ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা হয়েছে ২১১ জন।
এদিকে, নমুনা পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণের হারও বেড়েছে। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার বেড়ে হয়েছে ১ দশমিক ২২ শতাংশ।
রবিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।
আগের দিন ১২২ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা হয়েছে ২১১ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৮৭ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৩ শতাংশ।