ব্রাজিলে করোনায় শিশু মৃত্যুর হার বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৬, ২০২১, ০১:৫২ এএম

ব্রাজিলে করোনায় শিশু মৃত্যুর হার বাড়ছে

বৈশ্বিক  করোনা মহামারির প্রভাবে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে অন্তত ১ হাজার ৩০০জন শিশু মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৬০ হাজারের বেশি।

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের শহরে বসবাসরত দম্পতি জেসিকা রিচার্ড ও ইসরাইল বিবিসিকে দেওয়া এক স্বাক্ষাৎকারে জানায় ,বিয়ের দুবছর পর তাদের সংসারে আসে কন্যা সন্তান লুকাস। বেশকিছু দিন সে খাওয়ায় অমনোযোগী হয়ে পড়ে। ও দুর্বল হয়ে পড়তে থাকে । জেসিকা বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়লে লুকাসের গডমাদার পেশায় যিনি একজন নার্স বিষয়টিকে গলায় সমস্যা হিসেবে পরামর্শ দেয়।

পরবর্তীতে লুকাসের পরিস্থিতির অবনতি হয়ে শ্বাসকষ্ট বেড়ে গেলে স্থানীয় এক হাসপাতালে নিয়ে কোভিড টেস্ট করাতে গেলে চিকিৎসক টেস্টে করার প্রয়োজন নেই বলে জানায়। চিকিৎসক আরও বলেন বাচ্চাদের করোনা সংক্রমণের হার অনেক কম।

লুকাসের শারিরীক পরিস্থিতি অবনতি হলে তার বাবা মা চিন্তিত হয়ে পড়ে। নিদ্রাহীনতা ও অতিরিক্ত বমি শুরু হলে ৩ জুন তাকে আলবার্ট সাবিন শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে করোনা পরীক্ষা করা হলে সে করোনা পজিটিভ হয়। আইসিউতে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও তার শ্বাসকষ্ট বেড়ে যায়। ৩৩ দিন আইসিউতে থাকার পর লুকাস মারা যায়।

শুধু লুকাস নয়,দেশটিতে করোনার ব্যাপক বিস্তারে প্রতিদিনই প্রাণ হারানোরদের তালিকায় থাকছে উল্লেখযোগ্য সংখ্যক শিশু। বয়স্কদের সাথে শিশুদের করোনা আক্রান্তের লক্ষণের তফাত থাকায় ও শিশুরা স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন না থাকায় শিশুমৃত্যু হার প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

Link copied!