ভারতে দুই দিনে চার লাখের বেশি করোনা আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২১, ০৬:৪২ পিএম

ভারতে দুই দিনে চার লাখের বেশি করোনা আক্রান্ত

করোনা শনাক্তের দিক দিয়ে একের পর এক নতুন রেকর্ড গড়ছে প্রতিবেশী দেশ ভারত। টানা দুই দিনে দেশটিতে নতুন করে চার লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

গত একদিনে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ১৭ হাজার মানুষ। যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। আগের দিন করোনায় আক্রান্ত হয়েছিলো ২ লাখ ৭৩৯ জন।

করোনা সংক্রমণের দিক থেকে এখন বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। প্রায় প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে শনাক্ত রোগীর সংখ্যা। এদিকে সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বর্তমানে ১৫ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।

শুক্রবার (১৬ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করোনা পরিস্থিতি নিয়ে দেয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে নতুন করে আরও ১ হাজার ১৮৩ জন মারা গেছেন। যা গত ১৮ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

এনিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি দেশটিতে এপর্যন্ত ১ কোটি ২৫ লাখ ৪৩ হাজার রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।  

দেশটিতে করোনা সংক্রমণের নতুন ধরন শনাক্তের পর প্রায় দেড় মাস ধরে নতুন আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েই চলছে। এরফলে বর্তমানে ভারতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে মোট ১৪ লাখ ৭১ হাজার ৮৭৭ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের প্রায় ১১ শতাংশ।

ভারতীয় গণমাধ্যম বলছে, দেশটির প্রায় ১০টি রাজ্যের করোনা সংক্রমণের পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে চলে গেছে। এরইমধ্যে মহারাষ্ট্র সরকার ১৫ দিনের কারফিউ ঘোষণা করেছে। এছাড়া একাধিক শহরে নতুন বিধিনিষেধ আরোপসহ লকডাউন জারি করা হয়েছে। তারপরও যেনো কমছে না সংক্রমণ।

গত কয়েকদিন ধরে দেশটির একাধিক হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। করোনা রোগীদের চিকিৎসায় হাসাপাতালে পাওয়া যাচ্ছে না বেডও। এমন পরিস্থিতিতে দেশজুড়ে আবারও লকডাউন জারির পরামর্শ দিয়েছেন অনেক স্বাস্থ্য বিশেজ্ঞরা।

Link copied!