ভারতে ১৫-১৮ বছর বয়েসিদের করোনা টিকা শুরু নতুন বছরে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২১, ০৩:৪১ পিএম

ভারতে ১৫-১৮ বছর বয়েসিদের করোনা টিকা শুরু নতুন বছরে

ভারতে ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের কোভিড টিকাদান শুরু হবে। এছাড়া, ১০ জানুয়ারি থেকে শুরু হবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার টিকা দেওয়া। একইসঙ্গে দেশটির স্বাস্থ্যকর্মী এবং করোনা যোদ্ধাদেরও দেওয়া হবে ওই বুস্টার টিকা।

স্থানীয় সময় শনিবার (২৫ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি তার ভাষণে বলেন, “করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তদের খোঁজ মিলছে ভারতেও। এ পরিস্থিতিতে আমাদের কোভিড বিধি যথাযথভাবে পালন করতে হবে। দেশের স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি তৈরি।”

দেশটিতে ১৮ লাখ আইসোলেশন বেড এবং লক্ষাধিক আইসিইউ বেড প্রস্তুত রয়েছে বলেও জানান মোদি।

Link copied!