মসজিদে তারাবি নামাজে থাকতে পারবেন ২০ জন

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৩, ২০২১, ০২:০৮ এএম

মসজিদে তারাবি নামাজে থাকতে পারবেন ২০ জন

দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আটদিনের লকডাউন (বিধিনিষেধ) ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই সময়ে নিত্যপ্রয়াজনী ও জরুরি সেবা ছাড়া অন্যান্য সরকারি-বেসরকারি সবধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সংক্রমণ প্রতিরোধে সর্বাত্নক এ লকডাউন চলাকালেও আসন্ন রমজানে দেশের সব মসজিদে সীমিত পরিসরে তারাবির নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ চালু থাকবে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে প্রতি ওয়াক্তে নামাজে ইমাম, মুয়াজ্জিন, হাফেজসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নেওয়ার আহবান জানায় মন্ত্রণালয়।

সোমবার (১২ এপ্রিল)  সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ পরিস্থিতিতে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন।

মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তেও সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবে। এছাড়া জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে।

এর সঙ্গে ইতিপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নানে কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবেনা।

Link copied!