রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৬, ২০২১, ০১:২০ এএম

রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট

দেশব্যাপী চলমান লকডাউনের মধ্যে আজ থেকে রাজধানীতে দোকানপাট ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

পবিত্র রমজানে মাসে রোজাদারদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার জানান, ‘সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যে সিদ্ধান্ত ছিল, তা পরিবর্তন হয়ে রবিবার থেকেই রাত ৯টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত রাজধানীর দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। তবে মার্কেটের মালিক সমিতিকে স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করতে হবে।’

এর আগে সর্বাত্মক লকডাউন চলাকালে টানা এগারো দিন বন্ধ থাকার পর রবিবার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হয়।ব্যবসায়ীদের দাবির মুখে শর্তসাপেক্ষে দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সেই সিদ্ধান্ত জানায় সরকার।

সরকারের নির্দেশনা অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার কথা ছিলো। পরে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে রবিবারের ঘোষণায় সে সময়সীমা বাড়ানো হলো।

Link copied!