রেজিস্ট্রেশন ছাড়াই পোশাক শ্রমিকদের করোনা টিকা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৮, ২০২১, ০৬:১৪ এএম

রেজিস্ট্রেশন ছাড়াই পোশাক শ্রমিকদের করোনা টিকা দেওয়া শুরু

গাজীপুরে পোশাক শ্রমিকদের রেজিস্ট্রেশন ছাড়াই করোনা (কোভিড-১৯)  টিকা দেয়া শুরু হবে। টিকা নিতে আসার সময় অফিস আইডি ও এনআইডি কার্ড সঙ্গে আনতে হবে। গণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান।

শনিবার (১৭ জুলাই) গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, ‘রবিবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে। জাতীয় পরিচয়পত্রসহ ১৮ উর্দ্ধ বয়সের কর্মীরা এ টিকা পাবেন।’

এসময় তিনি আরও বলেন, ‘এদিন চারটি পোশাক কারখানা শ্রমিকদের টিকাদান কার্যক্রম চলবে। এটি সকল পোশাক কর্মীদের টিকার আওতায় আনার প্রাথমিক উদ্বোধন। পরবর্তীতে সকলকে দেওয়ার চিন্তা রয়েছে। টিকা মজুদের বিষয়ে জানান, যে পরিমান টিকার প্রয়োজন হবে তা ঢাকা থেকে সরবরাহ করা হবে।’

তিনি আরও জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। এর জন্য সবার আগে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।

এদিকে গাজীপুরে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু ও নতুন করে আরও ১৩৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২৯২ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৩৯৩ জন।

Link copied!