লকডাউন নয়, করোনার সমাধান টিকা এবং মাস্কে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উত্তর আমেরিকায় ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার একদিন পর ওমিক্রন ইস্যুতে স্থানীয় সময় সোমবার (২৯ নভেম্বর) হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাইডেন বলেন, “এটি উদ্বেগজনক কিন্তু আতঙ্কের কারণ নয়। মানুষ যদি টিকা নিয়ে থাকে এবং মাস্ক পরে তাহলে এখন লকডাউনের কোনো প্রয়োজন দেখছি না।”
বাইডেন বলেন, “যুক্তরাষ্ট্রে নতুন ধকল পর্যালোচনার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে উদ্বেগের কারণ হিসেবে মনে করছে, সেখানে এটি এখনো স্পষ্ট নয় যে এটি আরও সংক্রমণ বা টিকা এড়ানোর ঝুঁকির সঙ্গে যুক্ত কিনা।”
বাইডেন আরও বলেন, “প্রয়োজন পড়লে নতুন টিকার জন্য টিকা কোম্পানিগুলো ‘আকস্মিক পরিকল্পনা’ তৈরি করবে।”
উল্লেখ্য, বিশ্বে এ পর্যন্ত ১৫০ জনের দেহে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও এর আশপাশের দেশগুলোর ওপর বিশ্বের কমপক্ষে ৭০টি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।