সংক্রমণ থামছে না, আবারও মৃত্যু ছাড়াল দেড়শ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৫, ২০২১, ১১:৩৬ পিএম

সংক্রমণ থামছে না, আবারও মৃত্যু ছাড়াল দেড়শ

লকডাউনেও থামছে না করোনায় মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আবারও মৃত্যুর নতুন রেকর্ড দেখল বাংলাদেশ। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৪ জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ১৫২২৯ জন। সোমবার (৫ জুলাই) এ তথ্য জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে গতকাল (৪ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন রেকর্ড দেখেছিলো বাংলাদেশ। এদিন মারা যায় ১৫৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদন অনুসারে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৯৬৪ জন। যা গতকাল ছিল ৮৬৬১ জন। এ ছাড়াও আক্রান্ত হওয়ার পর আজ সুস্থ হয়েছেন ৫১৮৫ জন। মোট টেস্ট করা হয় ৩৪ হাজার ২ টি। শনাক্তের হার ২৯.৩০%।

করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির সূচকে এশিয়ার দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। এই মুহূর্তে দেশের সংক্রমণের ঊর্ধ্বগতি ভারত, নেপাল এবং পাকিস্তানের চেয়ে বেশি। ঊর্ধ্বগতির সূচকে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২২তম অবস্থানে। আফ্রিকার দেশগুলোকে বাদ দিয়ে বিবেচনা করলে সংক্রমণের ঊর্ধ্বগতির সূচকে বাংলাদেশ ১৬তম স্থানে অবস্থান করছে।

বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীদের ৭২ শতাংশের শরীরে মিলছে ডেল্টা ভ্যারিয়েন্ট।

সিআরআইডিএ’র বিশ্লেষণ অনুসারে বাংলাদেশের জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে অনীহা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে উদাসীনতা এবং অধিক সংক্রমণক্ষম ডেল্টা ভেরিয়েন্টের প্রভাবে দেশে দ্রুত সংক্রমণের পরিমাণ বাড়ছে।

Link copied!