শাস্তির বিধানসহ আগামী ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ জুলাই) প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
তিনি জানান, কোভিড ১৯ সংক্রমণ রোধে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শাস্তি প্রদানের কথা জানিয়ে তিনি বলেন, 'জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতগণ ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।'
বিধি নিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত প্রজ্ঞাপন বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারী করা হবে বলেও জানান তিনি।
চলতি সপ্তাহের সোমবার (২৮ জুন) গণ পরিবহণ বন্ধ ঘোষণা করে শিথিলভাবে শুরু হয় বিধি নিষেধ কার্যক্রম। ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে 'জুন ক্লোজিং' থাকায় এই মূহুর্তে কঠোর লকডাউন দেয়া হয়নি বলে জানায় বিভিন্ন সরকারি দফতর। কিন্তু জুলাই মাসের শুরু থেকে কঠোর বিধিনিষেধ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার পুলিশের কাছ থেকে পরিবহন পাশ নিয়েও যাতায়াত করার সুযোগ থাকছে না।