সময়মতো টিকা নেয়া সবার কর্তব্য : ডা. জাফরুল্লাহ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২১, ০৬:৩৬ পিএম

সময়মতো টিকা নেয়া সবার কর্তব্য : ডা. জাফরুল্লাহ

দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরুর দিনে করোনার টিকা নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।  রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভ্যাকসিন সেন্টারে টিকা নেন তিনি।

টিকা নেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'ভালো আছি। কোনো ভয় নেই। দেশবাসীকে আহ্বান করছি যখনই আপনার তারিখ আসবে টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য।

ডা. জাফরুল্লাহ আরও বলেন, প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকা নিয়ে যান, তাহলে দেশবাসী আরো বেশি সাহস পাবে। এ টিকা প্রত্যেকের। আমার রিকশাওয়ালা ভাইসহ সাধারণ মানুষও যেন টিকা পাওয়ার সুবিধা পায়।সাধারণ মানুষেরই এই টিকাটা বেশি দরকার।

এ সময় বিএসএমএমইউর ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন ডা. জাফরুল্লাহ। এ জন্য প্রতিষ্ঠানটির সব কর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

Link copied!